সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ২৭.৪৫ শতাংশ

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সপ্তাহের ব্যবধানে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্র অবস্থায় লেনদেন কমেছে। এসময় ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন আগের সপ্তাহ থেকে ২৭.৪৫ শতাংশ কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ সপ্তাহে ডিএসইতে ১২৮৩ কোটি ৭০ লাখ টাকার লেনদেন হয়েছে। এর আগের সপ্তাহে সেখানে ১৭৬৯ কোটি ৪২ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের সপ্তাহ থেকে ২৭.৪৫ শতাংশ কম।

এসময় ডিএসইর প্রধান সূচক ডিএসই্ক্স ১৬.৮৬ পয়েন্ট বেড়ে দাড়িয়েছে ৫ হাজার ৫৯৭ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক পয়েন্ট ২৩.৭৫ পয়েন্ট বেড়ে দাড়িয়েছে ২১০৬ পয়েন্টে। শরিয়াহ সূচক ৭.৩৬ পয়েন্ট কমে দাড়িয়েছে ১৩১৪ পয়েন্টে।

সপ্তাহজুড়ে ডিএসইতে মোট ৩৪১ টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১০৯টির, কমেছে ২০২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টি প্রতিষ্ঠানের। আর ১টি কোম্পানির শেয়ার কোনো লেনদেন হয়নি।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত সপ্তাহে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ১০৫ কোটি ৩৭ লাখ ২৭ হাজার ৮১৫ টাকার। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৯২ কোটি ৯ লাখ ২৯ হাজার ৩৭ টাকার।

উক্ত সপ্তাহে সিএসইতে সার্বিক সূচক সিএএসপিআই ২৪ পয়েন্ট বা ০.১৪ শতাংশ কমে দাড়িয়েছে ১৭ হাজার ২১৫ পয়েন্টে। সপ্তাহজুড়ে সিএসইতে ২৮০টি হাত বদল হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৮১টির, কমেছে ১৭৫টির ও অপরিবর্তিত রয়েছে ২৪টির দর।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *