সপ্তাহের ব্যবধানে ডিএসইতে মূলধন .৯৫% বৃদ্ধি

dseস্টকমার্কেট ডেস্ক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে গত সপ্তাহে সূচক বৃদ্ধির সাথে মূলধন বেড়েছে .৯৫ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

গত সপ্তাহে ৩৩৩ হাজার ১৮৮ কোটি ১৬ লাখ ২১ হাজার ২৪৩ টাকার মূলধন নিয়ে শুরু করে ৩৩৬ হাজার ৩১৫ কোটি ১৫ লাখ ৮৫ হাজার ৯০৫ টাকা সমাপ্ত হয়। তার আগের সপ্তাহে এই মূলধন ৩৩৪ হাজার ৭০৯ কোটি ৮৫ লাখ ২৪ হাজার ৪৬৭ টাকা শুরু হয়। গত সপ্তাহ তার আগের সপ্তাহ থেকে মূলধন .৯৫% বৃদ্ধি পায়।

গত সপ্তাহে ডিএসই৩০ সূচক ১.৮৫% বেড়ে ৩৩.৫৩ পয়েন্টে দাঁড়ায় যা তার আগের সপ্তাহে .৪৭% কমে ৮.৫৮ পয়েন্ট কম ছিল। ডিসিইএক্স সূচক ১.২৫% বেড়ে ৫৯.৩১ পয়েন্ট যা তার আগের সপ্তাহে ছিল .১২% কমে ৫.৫৮ পয়েন্ট কম। ডিসিইএস সূচক ১.৬৩% বেড়ে ১৯.০১ পয়েন্ট যা তার আগের সপ্তাহে ছিল .৮০% কমে ৯.৪৫ পয়েন্ট কম।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *