সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে ৬৭৮ কোটি টাকা

index upস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সর্বশেষ সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন বেড়েছে। তবে এসময় লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

গত সপ্তাহের প্রথম দিন ডিএসইতে বাজার মূলধন ছিল ৩ লাখ ৯ হাজার ৯৬৬ কোটি টাকা আর সপ্তাহের শেষ দিনে এই মূলধন দাঁড়িয়েছে ৩ লাখ ১০ হাজার ৬৪৪ কোটি টাকা। এই হিসাবে গত সপ্তাহে ডিএসইতে মূলধন বেড়েছে ১৮১৪ কোটি টাকা বা ০.২২ শতাংশ।

গত সপ্তাহে ৫ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৫৪ কোটি ২৮ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের সপ্তাহ থেকে ৪৮.৮০ শতাংশ কম। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৬৯১ কোটি ৯০ লাখ টাকার।

ডিএসইতে সর্বশেষ সপ্তাহে গড় লেনদেন হয়েছে ৭০ কোটি ৮৫ লাখ টাকার। আগের সপ্তাহের এই গড় লেনদেন হয়েছিল ১৩৮ কোটি ৮৩ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে গড় লেনদেন ৪৮.৮০ শতাংশ কম।

বিদায়ী সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৫৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৩ হাজার ৯৫৩ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ৫৫.৭৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩২০ পয়েন্টে। আর শরিয়াহ সূচক ৩৮.৩৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৯১৫ পয়েন্টে।

ডিএসইতে গত সপ্তাহে ৩৬০টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ৩৭টির, কমেছে ২৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮৯টির শেয়ার ও ইউনিট দর। আর ১০টি শেয়ারের কোনো লেনদেন হয়নি।

স্টকমার্কেটবিডি.কম/জেড/এম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *