সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে ৩,২২৫ কোটি টাকা

dseস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সর্বশেষ সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সবগুলো সূচকই বেড়েছে। একইসঙ্গে বাজার মূলধন ৩ হাজার ২২৫ কোটি টাকার বেশি বেড়েছে। তবে এসপ্তাহে লেনদেনের পরিমাণ কমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

গত সপ্তাহের প্রথম দিন ডিএসইতে বাজার মূলধন ছিল ৩ লাখ ১১ হাজার ৭৭৫ কোটি টাকা আর সপ্তাহের শেষ দিনে এই মূলধন দাঁড়িয়েছে ৩ লাখ ১৫ হাজার কোটি টাকা। এই হিসাবে গত সপ্তাহে ডিএসইতে মূলধন বেড়েছে ৩ হাজার ২২৫ কোটি টাকা বা ১.০৩ শতাংশ।

জানা গেছে, বিদায়ী সপ্তাহে ৫ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে ৯৪০ কোটি ৫৬ লাখ টাকার। আগের সপ্তাহের ৪ দিনের লেনদেন হয়েছিল ৩,৩৩৪ কোটি ৮১ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন ৭১.৮০ শতাংশ কম।

ডিএসইতে সর্বশেষ সপ্তাহে গড় লেনদেন হয়েছে ১৮৮ কোটি ১২ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের সপ্তাহ থেকে ৭৭.৪৪ শতাংশ কম। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৮৩৩ কোটি ৭০ লাখ টাকার উপরে।

বিদায়ী সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৭৩.৭৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৬১ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ২৯.৮৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩৬৯ পয়েন্টে। তবে শরিয়াহ সূচক ১৬.৩৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৯৩৮ পয়েন্টে।

ডিএসইতে গত সপ্তাহে ৩৬০টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ১৪২টির, কমেছে ২২টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯৪টির শেয়ার ও ইউনিট দর। আর ২টি শেয়ারের কোনো লেনদেন হয়নি।

স্টকমার্কেটবিডি.কম/জেড/এম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *