সপ্তাহের ব্যবধানে সূচক ৯৪.৫৪ ও লেনদেন বেড়েছে ৫৬৩ কোটি টাকা

index upস্টকমার্কেট প্রতিনিধি :

সদ্য সমাপ্ত সপ্তাহেও দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক ও লেনদেন বেড়েছে। গত সপ্তাহে ডিএসইর প্রধান মূল্য সূচক বেড়েছে ৯৪.৫৪ পয়েন্ট। অন্যদিকে ডিএসইর দিনের লেনদেন ৭০০ কোটি টাকা অতিক্রম করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, সপ্তাহজুড়ে ডিএসইতে মোট ৩ হাজার ৫৯১ কোটি ১৩ লাখ ৩২ হাজার ৬৪৪ টাকার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৩ হাজার ২৭ কোটি ৬২ লাখ ৩৪ হাজার ৭৯০ টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে লেনদেন বেড়েছে ৫৬৩ কোটি ৫০ লাখ ৯৭ হাজার ৮৫৪ টাকা।

সপ্তাহজুড়ে লেনদেনে অংশগ্রহণ করেছে ৩৩৭টি প্রতিষ্ঠান। এদের মধ্যে দর বেড়েছে ১১৬টির, কমেছে ২০৭টির আর অপরিবর্তিত রয়েছে ১৩টির দর।

সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৯৪.৫৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬১৯৩ পয়েন্টে। এ ছাড়া শরিয়াহ সূচক ১২.১৮ পয়েন্ট বেড়ে ১৩৪১ পয়েন্টে ও ডিএসই-৩০ সূচক ৪২.৬৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২২৪৪ পয়েন্টে।

সপ্তাহ শেষে টার্নওভার তালিকায় শীর্ষে উঠে এসেছে ব্যাংকিং খাতের সিটি ব্যাংক। টার্নওভারের দ্বিতীয় অবস্থানে ছিল ইফাদ অটোস, কোম্পনিটির ১২১ কোটি ৬৪ লাখ টাক্র শেয়ার লেনদেন হয়েছে। আর লেনদেনে তৃতীয় অবস্থানে ছিল ব্র্যাক ব্যাংক।

এ ছাড়াও টার্নওভার তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো-লংকা বাংলা ফাইন্যান্স, ঢাকা ব্যাংক, এক্সিম ব্যাংক, বিবিএস ক্যাবলস, ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংক, গ্রামীণফোন ও শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *