সপ্তাহে লেনদেন কমেছে ১৪.৩৬ শতাংশ

dseনিজস্ব প্রতিবেদক :

গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট ও গড় লেনদেন এবং সূচক কমেছে। সাপ্তাহিক ব্যবধানে লেনদেন কমেছে ১৪.৩৬ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ৫০৪ কোটি ৪৫ লাখ ৭৮ হাজার ১৯৭ টাকার শেয়ার। এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১ হাজার ৭৫৬ কোটি ৮৩ লাখ ৭৯ হাজার ৫৪৬ টাকার শেয়ার। এ হিসাবে গত সপ্তাহে ডিএসইতে লেনদেন ১৪ দশমিক ৩৬ শতাংশ কমেছে।

এর মধ্যে ‘এ’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৮৩ দশমিক ১৭ শতাংশ; ‘বি’ ক্যাটাগরির ৪ দশমিক ৭৫ শতাংশ; ‘এন’ ক্যাটাগরির ১১ দশমিক ০৩ শতাংশ এবং ‘জেড’ ক্যাটাগরির লেনদেন হয়েছে ১ দশমিক ০৫ শতাংশ।

ডিএসইর প্রধান সূচক সপ্তাহের ব্যবধানে ১ দশমিক ৩৭ শতাংশ বা ৬২.৩৩ পয়েন্ট কমেছে।

গত সপ্তাহে ডিএসইতে মোট ৩২৮টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৬৯টির, কমেছে ২৪৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪টির। আর ১টি কোম্পানির কোনো লেনদেন হয়নি।

স্টকমার্কেটবিডি.কম/এম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *