সপ্তাহ জুড়ে দুর্বল ও স্বল্প মূলধনি কোম্পানির দরবৃদ্ধির ধারা অব্যাহত

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

আগের পাঁচ কার্যদিবসের ধারাবাহিকতায় গত সপ্তাহেও দেশের শেয়ারবাজারে দুর্বল ও স্বল্প মূলধনি কোম্পানির দরবৃদ্ধির ধারা অব্যাহত ছিল। বিক্রয় চাপ কিছুটা বেড়েছে মৌলভিত্তিসম্পন্ন ও বড় মূলধনি কোম্পানিগুলোর শেয়ারে। ব্রড ইনডেক্সের তুলনায় বেশি পয়েন্ট খুইয়েছে উভয় স্টক এক্সচেঞ্জের ব্লু-চিপ সূচক।

সপ্তাহ শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স দশমিক শূন্য ৭ শতাংশ কমে দাঁড়ায় ৪ হাজার ৫৭৪ পয়েন্টে। অন্যদিকে স্টক এক্সচেঞ্জটির নির্বাচিত কোম্পানিগুলোর সূচক ডিএসই-৩০ দশমিক ৭৯ শতাংশ কমে দাঁড়ায় ১ হাজার ৭৮১ পয়েন্টে। সামান্য বেড়েছে শরিয়া সূচক ডিএসইএস।

ডিএসইতে লেনদেনের দৈনিক গড় ৪ দশমিক ৬ শতাংশ বেড়ে ৪৬৩ কোটি টাকা ছাড়ায়। ১৬৯টির দরবৃদ্ধির বিপরীতে ডিএসইতে সপ্তাহ শেষে বাজারদর কমেছে ১২১টি সিকিউরিটিজের।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএসইএক্স দশমিক শূন্য ৩ শতাংশ কমলেও দশমিক ৯৩ শতাংশ কমেছে স্টক এক্সচেঞ্জটির ব্লু-চিপ সূচক সিএসই-৩০। চট্টগ্রামে ১৫৫টি সিকিউরিটিজের দরবৃদ্ধির বিপরীতে সপ্তাহ শেষে কমেছে ৯৩টির এবং অপরিবর্তিত ছিল ৩২টির দর।

আগের সপ্তাহে ডিএসইর বাজার মূলধনে ব্লু-চিপ কোম্পানিগুলোর অংশ ছিল ৪৬ দশমিক ১৬ শতাংশ, গত বৃহস্পতিবার যা ৪৫ দশমিক ৮১-এ নেমে এসেছে। বহুজাতিক কোম্পানিগুলোর অংশও এক সপ্তাহ আগের তুলনায় শতকরা দশমিক ১৫ পয়েন্ট কমে দাঁড়ায় ২৫ দশমিক ১২।

স্টকমার্কেটবিডি.কম/এম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *