সপ্তাহ শেষে ডিএসইতে বেশির ভাগ শেয়ারের দরই বেড়েছে

DSE_CSE-smbdস্টকমার্কেট প্রতিবেদক :

সর্বশেষ সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বাড়লেও লেনদেন আগের সপ্তাহের চেয়ে কমেছে।এ সপ্তাহে ডিএসইতে বেশির ভাগ শেয়ারের দরই বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গত সপ্তাহে ডিএসইতে ৩ হাজার ৭৬ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। যা এর আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ২ হাজার ১৩৮ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

একই সঙ্গে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৫৮ দশমিক ৩২ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ সূচক বেড়েছে ১১ দশমিক ৯৯ পয়েন্ট। ডিএসই৩০ সূচক বেড়েছে ১৬ দশমিক ৯৩ পয়েন্ট।

উক্ত সপ্তাহে ডিএসইতে মোট ৩৪০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে বেড়েছে ২৩১ টির, কমেছে ৮৫টির আর অপরিবর্তীত ছিল ২৩টির দর এবং লেনদেন হয়নি ১টি কোম্পানির।

অন্যদিকে মোট লেনদেনের ৮৮.২২ শতাংশ ছিল এ ক্যাটাগরির, ৪ দশমিক ৭১ শতাংশ বি ক্যাটাগরির, ৪ দশমিক ০৫ শতাংশ এন এবং ৩ দশমিক ০১ শতাংশ ছিল জেড ক্যাটাগরির কোম্পানির দখলে।

অন্যদিকে এ সময় সিএসইতে লেনদেন হয়েছে ১২৪ কোটি ৩০ লাখ টাকা। প্রধান সূচক সিএএসপিআই বেড়েছে ১ দশমিক ১৮ শতাংশ।

লেনদেন হওয়া মোট ২৭১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২০০ টির, কমেছে ৫৬টির আর অপরিবর্তীত ছিল ১৫টির দর।

স্টকমার্কেটবিডি.কম/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *