সপ্তাহ শেষে ডিএসইতে লেনদেন বেড়েছে ৫৯ শতাংশ

dseস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সর্বশেষ সপ্তাহের ব্যবধানে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন বেড়েছে ৫৯ শতাংশ। সপ্তাহশেষে বেশিরভাগ শেয়ারের দরই বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ সপ্তাহে ডিএসইতে ৪৮৫০ কোটি ২২ লাখ টাকার লেনদেন হয়েছে। এর আগের সপ্তাহে সেখানে ৩০৫৬ কোটি ৭০ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের সপ্তাহ থেকে ৫৮.৬৮ শতাংশ বেশি।

গত সপ্তাহে ডিএসইতে প্রতিদিন গড়ে ৯৭০ কোটি ৪ লাখ টাকার লেনদেন হয়েছে। এর আগের সপ্তাহে সেখানে ৭৬৪ কোটি ১৭ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের সপ্তাহ থেকে ২৬.৯৪ শতাংশ বেশি।

সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বাজার মূলধন ছিল ৩,৮৬,৮৭৭ কোটি টাকা। যা সপ্তাহের শেষদিনে কমে দাঁড়িয়েছে ৩,৮৬,৩৯৫ কোটি টাকা। এ হিসাবে গত সপ্তাহের ৫ কার্যদিবসে ডিএসইতে বাজার মূলধন কমেছে বেড়েছে দশমিক ১২ শতাংশ।

এসময় ডিএসইর প্রধান সূচক ডিএসই্ক্স ৩.৩৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৩৫৮ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক পয়েন্ট ১৯.৬৮ পয়েন্ট কমে দাড়িয়েছে ১৯০৬ পয়েন্টে। শরিয়াহ সূচক ৬.০৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১২৬৬ পয়েন্টে।

সপ্তাহজুড়ে ডিএসইতে মোট ৩৪৪ টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৭১টির, কমেছে ১৪১টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টি প্রতিষ্ঠানের। আর ১টি কোম্পানির শেয়ার কোনো লেনদেন হয়নি।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *