সরকার রেল খাতকে অধিক গুরুত্ব দিয়েছে: রেলমন্ত্রী

rail-bd-20180222111425স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

রেলপথমন্ত্রী মো. মুজিবুল হক বলেছেন, বর্তমান সরকার রেল খাতকে অধিক গুরুত্ব দিয়েছে। পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প, ঢাকা-চট্টগ্রাম হাইস্পিড ট্রেন নির্মাণ প্রকল্পের মতো বড় বড় প্রকল্পের কাজ চলছে।

আজ মঙ্গলবার সকালে রেল ভবনে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে রেললাইন সংস্কার ও নির্মাণকাজের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রেলমন্ত্রী এ কথা বলেন।

রেলমন্ত্রী বলেন, বাংলাদেশ রেলওয়ের জন্য এটি একটি খুবই গুরুত্বপূর্ণ প্রকল্প। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ভারী যন্ত্রপাতি ও আনুষঙ্গিক মালামাল রেলওয়ের মাধ্যমে পরিবহন করা হবে। এ জন্য পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে রেল সংযোগ স্থাপন খুবই গুরুত্বপূর্ণ। এর ফলে খুব সহজেই চট্টগ্রাম ও খুলনা বন্দর থেকে মালামাল রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে পরিবহন করা সম্ভব হবে।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে রেলপথ নির্মাণের ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এই চুক্তি স্বাক্ষরিত হয়। এ সময় রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. মোফাজ্জেল হোসেন, মহাপরিচালক মো. আমজাদ হোসেন, নির্মাণকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্টকমার্কেটবিডি.কম/জেড/বি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *