সর্বোচ্চ করদাতার তালিকায় প্রথম গ্রামীণফোন

grameenস্টকমার্কেট ডেস্ক :

চলতি ২০১৫-১৬ অর্থবছরের আট মাস (জুলাই-ফেব্রুয়ারি) পর্যন্ত সবচেয়ে বেশি কর দিয়েছে মোবাইল অপারেটর কোম্পানি গ্রামীণফোন লিমিটেড। সংখ্যার বিচারে শীর্ষ করদাতাদের তালিকায় প্রাধান্য রয়েছে ব্যাংকিং খাতের। চলতি অর্থবছরে জমা দেওয়া আয়কর বিবরণী অনুযায়ী দ্বিতীয় সর্বোচ্চ কর পরিশোধ করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। আর তৃতীয় সর্বোচ্চ কর দিয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশ।

চলতি অর্থবছরের আট মাসের আয়কর বিবরণীর ভিত্তিতে সর্বোচ্চ করদাতা ৫০ করপোরেট প্রতিষ্ঠানের একটি তালিকা করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তালিকায় ৩৯টি কোম্পানিই ব্যাংকিং খাতের।

আয়কর বিবরণী অনুযায়ী, সবচেয়ে বেশি কর দিয়েছে গ্রামীণফোন। এ সময় সরকারের কোষাগারে জমা দিয়েছে ৬৪৮ কোটি টাকা। সাত বছরের বেশি সময় ধরে করপোরেট প্রতিষ্ঠানগুলোর মধ্যে গ্রামীণফোনই সর্বোচ্চ কর দিয়ে আসছে।

করদাতার তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা বেসরকারি খাতের ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড কর পরিশোধ করেছে ৩১০ কোটি ৩৮ লাখ টাকা। গত অর্থবছরে ৮৬২ কোটি টাকা পরিশোধ করেছে এ ব্যাংক।

তৃতীয় অবস্থানে রয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশ। বিদেশি ব্যাংকটি আলোচ্য সময়ে সরকারের কোষাগারে জমা দিয়েছে ২৬৪ কোটি টাকা। গত অর্থবছরের ৬৫৭ কোটি টাকা পরিশোধ করেছে। এর পর ২০০ কোটি টাকা কর পরিশোধ করে চতুর্থ স্থানে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড। পঞ্চম স্থানে আরেক বিদেশি ব্যাংক এইচএসবিসি। এ ব্যাংকটি ১৫৯ কোটি টাকা কর পরিশোধ করেছে। ষষ্ঠ অবস্থানে ন্যাশনাল ব্যাংক লিমিটেড। এ প্রতিষ্ঠানটি চলতি অর্থবছরে ১৩১ কোটি টাকা কর দিয়েছে। সপ্তম স্থানে রয়েছে বেসরকারি খাতের সাউথইস্ট ব্যাংক। তারা পরিশোধ করেছে ১১৬ কোটি টাকা।

সর্বোচ্চ করদাতাদের তালিকায় অষ্টম স্থানে রয়েছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড। এ সময় তারা কর পরিশোধ করেছে ১১৩ কোটি ৬৯ লাখ টাকা। নবম অবস্থানে রয়েছে ব্যাংক এশিয়া লিমিটেড। আলোচ্য সময়ে ব্যাংকটি কর দিয়েছে ১০৪ কোটি টাকা। ১০০ কোটি টাকা পরিশোধ করে দশম অবস্থানে ট্রাস্ট ব্যাংক লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *