সাইফ পাওয়ারটেকের রাইট সাবস্ক্রিপশন শেষদিন

SAIF powerস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সেবা ও আবাসন খাতের কোম্পানি সাইফ পাওয়ারটেক লিমিটেডের রাইট শেয়ারের সাবস্ক্রিপশন শেষ দিন চলছে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে এই রাইট আবেদন শুরু হয়েছে। এটা শেষ হবে আজ ২০ মার্চ। কোম্পানি ও ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রটি জানায়, কোম্পানিটির রাইট ইস্যুর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছিল গত ৭ ফেব্রুয়ারি।

গত ১৭ জানুয়ারি ৫৯৫ তম কমিশন সভায় ১:১ হারে রাইট শেয়ার অনুমোদন করে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন(বিএসইসি)।

এই রাইটের মাধ্যমে কোম্পানিটি ১১ কোটি ৬২ লাখ ৯৫ হাজার ৩৪৮টি রাইট শেয়ার ইস্যু করবে। ফেসভ্যালু ১০ টাকার সাথে ৫ টাকা প্রিমিয়ামসহ ১৫ টাকায় রাইট ইস্যু করা হবে। রাইট ইস্যুর মাধ্যমে কোম্পানিটি ১৭৪ কোটি ৪৪ লাখ ৩০ হাজার ২২০ টাকা সংগ্রহ করবে।

১:১ হারে এই রাইট অনুমোদন দেওয়া হয়। অর্থ্যাৎ প্রতিটি শেয়ারের বিপরীতে ১টি করে রাইট।

রাইট শেয়ার ছেড়ে উত্তোলিত টাকা দিয়ে কোম্পানিটি উৎপাদন ক্ষমতা বৃদ্ধি ও আংশিক ঋণ পরিশোধে ব্যয় করবে।

এতে ইস্যু ম্যানেজারের দায়িত্বে রয়েছে ব্যানকো ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *