সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে একমাত্র খাদ্য ও আনুসঙ্গিক খাতে

weekly-returnস্টকমার্কেটবিডি ডেস্ক :

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর (রিটার্ন) বেড়েছে এক মাত্র খাদ্য ও আনুসঙ্গিক খাতে। এই খাতে ০.৭৮ শতাংশ দর বেড়েছে। অন্যদিকে দর কমেছে ১৯ খাতে। লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, গত সপ্তাহে সবচেয়ে বেশি দর কমেছে সেবা ও আবাসন খাতে। এই খাতে ৬.১৭ শতাংশ দর কমেছে। এরপরে টেলিযোগাযোগ খাতে দর কমেছে ৪.১৮ শতাংশ।

এ ছাড়া অন্যান্য খাতগুলোর মধ্যে পাট খাতে ৩.৬৪ শতাংশ, ঔষুধ ও রসায়ন খাতে ১.৬০ শতাংশ, ব্যাংক খাতে ৩.৪৩ শতাংশ, সিরামিক্স খাতে ১.৫৩ শতাংশ, সিমেন্ট খাতে ২.৯২ শতাংশ, প্রকৌশল খাতে ১.৮৮ শতাংশ, জ্বালানি ও শক্তি খাতে ০.১৯ শতাংশ, সাধারণ বীমা খাতে ০.৫৬ শতাংশ, জীবন বীমা খাতে ৩.২৩ শতাংশ, তথ্য ও প্রযুক্তি খাতে ৩.২৬ শতাংশ, বিবিধ খাতে ২.৪৫ শতাংশ, মিউচ্যুয়াল ফান্ড খাতে ১.৪৫ শতাংশ, আর্থিক খাতে ২.২১ শতাংশ এবং পেপার ও প্রিন্টিং খাতে ১.৮৫ শতাংশ, বিবিধ খাতে ০.৮০ শতাংশ, বস্ত্র খাতে ৩.৩০ শতাংশ দর কমেছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *