দর কমার শীর্ষে “এ” ক্যাটাগরির কোম্পানি

dseস্টকমার্কেট ডেস্ক :

গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লুজারের তালিকায় শীর্ষ ১০ কোম্পানির ৮টি ‘এ’ ক্যাটাগরির কোম্পানি। ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।

আলোচিত সপ্তাহে লুজারের তালিকার শীর্ষে রয়েছে ‘এ’ ক্যাটাগরির কোম্পানি ৭ম আইসিবি মিউচ্যুয়াল ফান্ড। এ সময় ফান্ডটির দর কমেছে ১১ দশমিক ৮৯ শতাংশ। ফান্ডটি গড়ে প্রতিদিন লেনদেন করে ৯৩ হাজার ৭৫০ টাকার। সপ্তাহজুড়ে ফান্ডটি লেনদেন করে ৩ লাখ ৭৫ টাকার।

লুজারে দ্বিতীয় স্থানে রয়েছে ‘জেড’ ক্যাটাগরির কোম্পানি জুট স্পিনারস। এ সময় কোম্পানির দর কমেছে ১০ দশমিক ‌১৬ শতাংশ। গড়ে প্রতিদিন কোম্পানিটি লেনদেন করেছে ৭৮ হাজার ৫০০ টাকার শেয়ার ।  সপ্তাহ জুড়ে কোম্পানিটি ৩ লাখ ১৪ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে।

লুজারের তৃতীয় স্থানে রয়েছে ‘এ’ ক্যাটাগরির কোম্পানি বাংলাদেশ সাবমেরিন ক্যাবল। সমাপ্ত সপ্তাহে কোম্পানিটির দর কমেছে ৮ দশমিক ৬৯ শতাংশ। এ সপ্তাহে গড়ে প্রতিদিন লেনদেন করে ২ কোটি ৪০ লাখ ৮৪ হাজার ৫০০ টাকার টাকার শেয়ার। আর সপ্তাহজুড়ে  লেনদেন করে ৯ কোটি ৬৩ লাখ ৩৮ হাজার টাকার টাকার শেয়ার।

এছাড়া লুজারে থাকা ‘এ’ ক্যাটাগরির অপর কোম্পানিগুলোর মধ্যে এপেক্স স্পিনিং ৮ দশমিক ৬৭ শতাংশ, তৃতীয় আইসিবি মিউচ্যুয়াল ফান্ডের ৮ দশমিক ৬২ শতাংশ, এপেক্স ট্যানারি ৭ দশমিক ৯৪ শতাংশ, এপেক্স ফুড ৭ দশমিক ৬৯ শতাংশ, নর্দাণ জুট ৭ দশমিক ২৮ শতাংশ এবং আরএকে সিরামিক ৭ দশমিক ১৩ শতাংশ শেয়ারের দর কমেছে। ৯ম স্হান দখল করে আছে “জেড’ ক্যাটাগরির ইমাম বাটন।এ সময় কোম্পানিটির দর কমেছে ৭ দশমিক ১৪ শতাংশ।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *