সাপ্তাহিক লেনদেনের শীর্ষে লংকাবাংলা ফাইন্যান্স

lankaস্টকমার্কেট ডেস্ক :

গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রমতে, ডিএসইতে লংকাবাংলা ফাইন্যান্সের ৩ কোটি ৭৩ লাখ ৬০ হাজার ৪২৪টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২৪৩ কোটি ৪৮ লাখ ৮৭ হাজার টাকা। যা পুরো স্টক এক্সচেঞ্জে লেনদেনের ৪.৫৩ শতাংশ।

ডিএসইতে সাপ্তাহিক লেনদেনের শীর্ষে থাকা অন্যান্য কোম্পানির মধ্যে বারাকা পাওয়ারের ১৪১ কোটি ৯২ লাখ ৪৯ হাজার টাকা, জিপিএইচ ইস্পাতের ১৩৭ কোটি ৪১ লাখ ৯৪ হাজার টাকা, ইসলামী ব্যাংকের ১২৮ কোটি ৫৯ লাখ ১৬ হাজার টাকা, বেক্সিমকোর ১২৬ কোটি ৫৯ লাখ ১৬ হাজার টাকা, আরএসআরএম স্টীলের ১২৬ কোটি ১৭ লাখ ৫৪ হাজার টাকা, বিডি থাইয়ের ১১৬ কোটি ৩৭ লাখ ১৩ হাজার টাকা, কেয়া কসমেটিকসের ১০৪ কোটি ২৪ লাখ ৭২ হাজার টাকা, সেন্টাল ফার্মাসিটিক্যালের ১০২ কোটি ৩৬ লাখ ৩০ হাজার টাকা এবং সিটি ব্যাংকের ১০০ কোটি ৬৯ লাখ ২৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *