সাপ্তাহিক লেনদেনের শীর্ষে লংকাবাংলা ফাইন্যান্স

lankaস্টকমার্কেট ডেস্ক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ এ আধিপত্য বিস্তার করেছে ব্যাংক খাতের কোম্পানিগুলো। ৬টিই ব্যাংক কোম্পানি। গত সপ্তাহের মতো এই সপ্তাহেও লেনদেনের শীর্ষে রয়েছে লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড।

গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে অবস্থান করছে লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড। এসময়ে এ ক্যাটাগরির এই কোম্পানিটির মোট ৪ কোটি ৪৯ লাখ ৮১ হাজার ৪৫৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার দর ২৮৮ কোটি ১ লাখ ৭৮ হাজার টাকা।

ডিএসই’র সাপ্তাহিক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে স্কয়ার ফার্মাসিটিক্যালস লিমিটেড। এই সপ্তাহে কোম্পানিটির ৪ কোটি ৬৫ লাখ ৪ হাজার ৫৪৮টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার দর ১৪১ কোটি ৬৮ লাখ ৯১ হাজার টাকা।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে প্রিমিয়ার ব্যাংক লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির ৭ কোটি ৭৬ লাখ ৬ হাজার ১১০টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার দর ১৩১ কোটি ২২ লাখ ৫১ হাজার টাকা।

শীর্ষ ১০ এর তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর বাজার দর হচ্ছে- সিটি ব্যাংক লিমিটেডের ১২৮ কোটি ৪৫ লাখ ৭ হাজার টাকা, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের ১০৯ কোটি ১৬ লাখ ৫১ হাজার টাকা, গ্রামীণফোন লিমিটেডের ১০৮ কোটি ৬৮ লাখ ১ হাজার টাকা, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের ১০৭ কোটি ২১ লাখ ৭০ হাজার টাকা, ন্যাশনাল ব্যাংক লিমিটেডের ১০৫ কোটি ৮০ লাখ ৪৫ হাজার টাকা, লার্ফাজ সুরমা সিমেন্ট লিমিটেডের ১০৪ কোটি ৩৪ লাখ ৮৫ হাজার টাকা ও মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের ৯২ কোটি ৩৭ লাখ ৮১ হাজার টাকা ।

স্টকমার্কেটবিডি.কম/মোদক.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *