সাপ্তাহিক লেনদেনের শীর্ষে ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন

intracoস্টকমার্কেটবিডি ডেস্ক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষে স্থানে রয়েছে ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেড, লেনদেনের দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে ব্র্যাক ব্যাংক ও বিএসআরএম লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্রে জানা যায়, লেনদেনের শীর্ষে প্রথম স্থানে থাকা ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেডের ২ কোটি ৩৭ লাখ ৮৯ হাজার ৭৭৮টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য দাঁড়িয়েছে ১১৭ কোটি ৯১ লাখ ৯৮ হাজার টাকা। যা সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ২৪.৩১ শতাংশ।

লেনদেনের শীর্ষে দ্বিতীয় স্থানে রয়েছে ব্র্যাক ব্যাংক লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির ১ কোটি ৫ লাখ ৮১ হাজার ৭২২টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য দাঁড়িয়েছে ৭৭ কোটি ৭৫ লাখ ৮৭ হাজার টাকা। যা সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৭.৫৭ শতাংশ।

লেনদেনের শীর্ষে তৃতীয় স্থানে রয়েছে বিএসআরএম লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির ৬৬ লাখ ৩৯ হাজার ৯০৭টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য দাঁড়িয়েছে ৭৬ কোটি ৪ লাখ ৩২ হাজার টাকা। যা সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর কমেছে ৩.৫১ শতাংশ।

এ ছাড়া লেনদেনের শীর্ষে রয়েছে, বেক্সিমকো লিমিটেড, ইউনাইটেড পাওয়ার, লিগাছি ফুটওয়্যার, এ্যাডভেন্ট ফার্মা, কুইন সাউথ টেক্সটাইল, গ্রামীন ফোন ও ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *