সাপ্তাহিক লেনদেনের শীর্ষ স্থানে ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন

intraco reস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষে প্রথম স্থানে রয়েছে ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেড, লেনদেনের দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ এক্সপোট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড ও বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্রে জানা যায়, লেনদেনের শীর্ষে প্রথম স্থানে থাকা ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেডের ২ কোটি ১৬ লাখ ৭২ হাজার ৭৯৮টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য দাঁড়িয়েছে ১১৮ কোটি ৫৩ লাখ ৩৯ হাজার টাকা। যা সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর কমেছে ৪.০৬ শতাংশ।

লেনদেনের শীর্ষে দ্বিতীয় স্থানে রয়েছে বেক্সিমকো লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির ৩ কোটি ৩৮ লাখ ৪১ হাজার ৬৮৩টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য দাঁড়িয়েছে ৯৩ কোটি ৪ লাখ ৬৫ হাজার টাকা। যা সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৪.২০ শতাংশ।

লেনদেনের শীর্ষে তৃতীয় স্থানে রয়েছে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির ৩ লাখ ১৫ হাজার ৮৪৬টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য দাঁড়িয়েছে ৮০ কোটি ৪৩ লাখ ৩৫ হাজার টাকা। যা সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর কমেছে ৪.৬৬ শতাংশ।

এ ছাড়া লেনদেনের শীর্ষে রয়েছে, আলিফ ইন্ডাস্ট্রিজ, ইউনাইটেড পাওয়ার, বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেড, লিগাছি ফুটওয়্যার, কুইন সাউথ টেক্সটাইল, কুইন সাউথ টেক্সটাইল, মিরাকল ইন্ডাস্ট্রিজ ও মুন্নু সিরামিক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *