সাপ্তাহিক লেনদেন বেড়েছে ১২.৭৩ শতাংশ

dseনিজস্ব প্রতিবেদক :

গত সপ্তাহে দেশের বড় শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন ১২.৭৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। লেনদেন বাড়লেও কমেছে সব ধরনের মূল্য সূচক। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গত সপ্তাহে চার কার্যদিবসে ডিএসইতে লেনদেন হয়েছে ২ হাজার ৩ কোটি ৪৭ লাখ ৩০ হাজার ৪০০ টাকার। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১ হাজার ৭৭৭ কোটি ২৪ লাখ ৩৩ হাজার ৮১৬ টাকার শেয়ার। এই হিসেবে লেনদেনের ১২.৫১ শতাংশ বেড়েছে।

সপ্তাহজুড়ে ডিএসইতে তালিকাভুক্ত মোট ৩২৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১২৬টি কোম্পানির। আর দর কমেছে ১৭৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টির। আর লেনদেন হয়নি ২টি কোম্পানির শেয়ার।

সপ্তাহজুড়ে ‘এ’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৯২ দশমিক ৭৯ শতাংশ। ‘বি’ ক্যাটাগরির ২ দশমিক ২৯ শতাংশ, ‘এন’ ক্যাটাগরির ৪ দশমিক ১৭ শতাংশ এবং ‘জেড’ ক্যাটাগরির লেনদেন হয়েছে .৭৫ শতাংশ।

ডিএসই ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক দশমিক .৬৭ শতাংশ বা ৩০দশমিক ৮১ পয়েন্ট কমে গতকাল ২৪ আগষ্ট অবস্থান করছে ৪৫৫৪ পয়েন্টে।

স্টকমার্কেটবিডি.কম/এম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *