সাবমেরিন ক্যাবলের এজিএম ২৯ সেপ্টেম্বর

submerinস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে টেলিকম খাতের কোম্পানি বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল) বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ।ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন বেলা ১১টায় কুয়াকাটার মাইটভাঙ্গা এলাকায় অবস্থিত এসএমডব্লিউ-৫ সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশনে এজিএমটি অনুষ্ঠিত হবে। সভার রেকর্ড ডেট ছিল ৭ সেপ্টেম্বর।

৩০ জুন সমাপ্ত ২০১৬ হিসাব বছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ সুপারিশ করেছে সরকারের টেলিযোগাযোগ কোম্পানিটির পরিচালনা পর্ষদ। গেল হিসাব বছরের নিরীক্ষিত প্রতিবেদন অনুসারে, বিএসসিসিএলের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা; আগের বছর যা ছিল ৭৮ পয়সা।

৩০ জুন কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়ায় ৩৩ টাকা ৯৫ পয়সা; ২০১৫ সালের একই সময়ে যা ছিল ২৬ টাকা ৯১ পয়সা। ২০১৫ হিসাব বছরের জন্য ১০ শতাংশ স্টক লভ্যাংশ দেয় বিএসসিসিএল।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *