সাবসিডিয়ারি কোম্পানির মূলধন বাড়ানোর অনুমতি পেল গোল্ডেন হার্ভেস্ট

goldenস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সাবসিডিয়ারি কোম্পানি গোল্ডেন হার্ভেস্ট আইস ক্রিমের মূলধন বাড়ানোর অনুমতি পেয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি গোল্ডেন হার্ভেস্ট অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সাবসিডিয়ারি প্রতিষ্ঠানটির পরিশোধিত মূলধন বাড়ানোর অনুমতি দিয়েছে।

জানা যায়, বোনাস শেয়ার ইস্যুর মাধ্যমে মূলধন বাড়াবে কোম্পানিটি। সাবসিডিয়ারি প্রতিষ্ঠান গোল্ডেন হার্ভেস্ট আইসক্রিমের শেয়ার ছেড়ে ৭০ কোটি টাকা তুলে পরিশোধিত মূলধন বাড়ানো হবে।

এক্ষেত্রে ১ কোটি ৫০ লাখ বোনাস শেয়ার ইস্যুর মাধ্যমে ১৫ কোটি টাকা, বিদ্যমান শেয়ারহোল্ডার আহমেদ রাজিব সামদানির কাছে ৩০ লাখ সাধারণ শেয়ার ছেড়ে ৩ কোটি টাকা এবং বিদ্যমান শেয়ারহোল্ডারদের বাইরে ৫ কোটি ২০ লাখ সাধারণ শেয়ার ছেড়ে ৫২ কোটি টাকা উত্তোলন করা হবে।

পরিশোধিত মূলধন বৃদ্ধির পরে সাবসিডিয়ারি গোল্ডেন হার্ভেস্ট আইসক্রিমের ৪৫ শতাংশ মালিকানা হবে গোল্ডেন হার্ভেস্ট এগ্রোর। এছাড়া ৩ শতাংশের মালিকানা আহমেদ রাজিব সামদানি এবং ৫২ শতাংশের মালিকানা হবে বিদ্যমানের বাইরে থাকা শেয়ারহোল্ডাররা।

প্রসঙ্গত, বর্তমানে গোল্ডেন হারভেস্ট আইসক্রিমের প্রায় সব শেয়ারই গোল্ডেন হারভেস্ট এগ্রোর হাতে। অন্যদিকে আইএফসি ইনফ্রাভেঞ্চারস বিশ্বব্যাংক গ্রুপের বেসরকারী অর্থসংস্থান উইং ইন্টারন্যাশনাল ফিন্যান্স করপোরেশন বা আইএফসি পরিচালিত একটি ফান্ড, যা মূলত উন্নয়নশীল বিশ্বে বিভিন্ন অবকাঠামো প্রকল্পে বিনিয়োগ করে।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *