সাবসিডিয়ারি প্রতিষ্ঠান করবে সিটি ব্যাংক

citi bankনিজস্ব প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি সিটি ব্যাংক লিমিটেডের পরিচালনা বোর্ড সাবসিডিয়ারি প্রতিষ্ঠান করবে। ব্যাংকটি সাবসিডিয়ারি প্রতিষ্ঠান হিসেবে সম্পদ ব্যবস্থাপক কোম্পানি (এএমসি) প্রতিষ্ঠা করবে। রবিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে ব্যাংকটি সাবসিডিয়ারি প্রতিষ্ঠান হিসেবে সম্পদ ব্যবস্থাপক কোম্পানি (এএমসি) প্রতিষ্ঠা করবে। অঙ্গপ্রতিষ্ঠানটি তহবিল ব্যবস্থাপনা কোম্পানি হিসেবে পরিচালিত হবে। এএমসি প্রতিষ্ঠায় মিউচুয়াল ফান্ড রুলস, ২০০১ এবং বিকল্প বিনিয়োগের ক্ষেত্রে এ সংক্রান্ত নিময় মেনেই সব কিছু বাস্তবায়ন হবে।

এদিকে, যথাযথ নিয়ন্ত্রক কর্তৃপক্ষের অনুমোদন স্বাপেক্ষ সকল সিদ্ধান্ত কার্যকর করা হবে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *