সার্ভিল্যান্স রেটিংয়ে প্রাইম টেক্সটাইল এ+

prime-textiles-logoস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি প্রাইম টেক্সটাইল সার্ভিল্যান্স রেটিংয়ে এ+ হিসেবে বিবেচিত হয়েছে। অর্থাৎ এটি সার্বিকভাবে ভালো অবস্থানে রয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির ২০১৪ সালের ৩০ জুন শেষ হওয়া হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের তথ্যের ভিত্তিতে এ মূল্যায়ন করেছে ন্যাশনাল ক্রেডিট রেটিংস লিমিটেড (এনসিআর)।

২০১৪ সালের ৩০ জুন শেষ হওয়া হিসাব বছরের জন্য কোম্পানি কর্তৃপক্ষ ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। এ হিসাব বছরে এর মুনাফা হয়েছে চার কোটি ৪৫ লাখ ১০ হাজার টাকা, শেয়ারপ্রতি আয় (ইপিএস) এক টাকা ১৭ পয়সা ও শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) ৫৫ টাকা ৬০ পয়সা।

গত এক মাসের মধ্যে এ শেয়ারের সর্বনিম্ন দাম ১৫ টাকা ৮০ পয়সা ও সর্বোচ্চ ১৯ টাকা ৭০ পয়সা। আজ এখন পর্যন্ত এর দাম ১৯ টাকা ১০ পয়সা থেকে ১৯ টাকা ৩০ পয়সার মধ্যে ওঠানামা করেছে।

সর্বশেষ আর্থিক প্রতিবেদন ও বাজার দামের ভিত্তিতে এ শেয়ারের দাম-আয় অনুপাত (পিই রেশিও) ১৯ টাকা ৩৬ পয়সা।

স্টকমার্কেটবিডি.কম/এম/বি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *