সিএইতে লেনদেন বেড়েছে ২০ শতাংশ

cse-logo-sনিজস্ব প্রতিবেদক :

বন্দরনগরী চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) মূল্য সূচক আগের দিনের চেয়ে বেড়েছে। এদিন সেখানে লেনদেনও আগের দিনের চেয়ে ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

বৃহস্পতিবার লেনদেন শেষে সিএএসপিআই সূচক আগের দিনের তুলনায় ৮২ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৭৩৫ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্যদিকে সিএসসিএক্স সূচক ৫০ পয়েন্ট বেড়ে ৮,৯৭২ পয়েন্টে অবস্থান করছে।

এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৪৮ টি শেয়ারের মধ্যে দাম বেড়েছে ১২০টির, কমেছে ৯৫ টির আর অপরিবর্তিত রয়েছে ৩৩ টির।

দিন শেষে সিএসইতে ৬১ কোটি ৬৪ লাখ টাকার লেনদেন হয়। গতকাল বুধবার সেখানে ৫১ কোটি ৬৬ লাখ টাকার লেনদেন হয়। এহিসাবে আজ সিএসইতে লেনদেন আগের দিনের চেয়ে প্রায় ২০ শতাংশ বেশি হয়।

টাকার পরিমাণে লেনদেনের শীর্ষে ছিল অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও গ্রামীন ফোন।

স্টকমার্কেটবিডি.কম/জেড/বি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *