সিএফএফই ও সাংহাই এক্সচেঞ্জকে কৌশলগত বিনিয়োগকারী হিসাবে চায় সিএসই

Major( Rtd.) Emdadul Islam ,Director-CSE, Mr. Huang Hongyuan ,President-SSE and Mr. M. Shafiur Rahman Mazumdar-Managing Directorনিজস্ব প্রতিবেদক :

চায়না ফিনান্সিয়াল ফিউচার এক্সচেঞ্জ (সিএফএফই) এবং সাংহাই স্টক এক্সচেঞ্জ (এসএসই) কে কৌশলগত বিনিয়োগকারী হিসেবে পেতে আগ্রহী চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ লিমিটেড। এজন্য চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের থেকে একটি প্রতিনিধি দল জুন মাসে চায়না সফর করেন। সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সিএসই জানায়, আলোচ্য সফরে চায়না ফিন্যান্সিয়াল ফিউচারস্ এক্সচেঞ্জ এবং সাংহাই স্টক এক্সচেঞ্জ এর সাথে দ্বিপাক্ষিক সহযোগীতা এবং বাংলাদেশের শেয়ারবাজরে চাইনীজ বিনিয়োগকারীদের অংশগ্রহণ তথা চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে কৌশলগত বিনিয়োগের ব্যাপারে আলোচনা করা হয়।

উক্ত প্রতিনিধি দলে ছিলেন সিএসইর ব্যবস্থাপনা পরিচালক, এম. সাইফুর রহমান মজুমদার এফসিএ, এফসিএমএ ও পরিচালক মেজর (অবঃ) মোঃ এমদাদুল ইসলাম।

এ সফরে সিএসই প্রতিনিধি দল চায়না ফাইনান্সিয়াল ফিউচার এক্সচেঞ্জ কর্তৃক আমন্ত্রিত হয়ে সাংহাই এ অনুষ্ঠিত পাকিস্তান ক্যাপিটাল র্মাকেটের উন্নয়ন বিষয়ক একটি সম্মেলনেও অংশ নেন।

স্টকমার্কেটবিডি.কম/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *