সিএসইতে গত সপ্তাহে কমেছে লেনদেন

cse-logo-sস্টকমার্কেট ডেস্ক :

দেশের দ্বিতীয় শেয়ার বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত সপ্তাহে লেনদেন কমেছে। সেই সাথে কমেছে সব সূচক ও অধিকাংশ শেয়ারের দর। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।

গত সপ্তাহে সিএসইতে লেনদেন হয়েছে ৩ কোটি ৩৩ লাখ ১৫ হাজার ৮১টি শেয়ার মোট ১১৯ কোটি ৭৯ লাখ ৭৬ হাজার ২২৩ টাকার লেনদেন। তার আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১৫৪ কোটি ৯৩ লাখ ৮৩ হাজার ৮৭৮ টাকার শেয়ার।

সিএসইর প্রধান সূচক সিএএসপিআই কমেছে ৮৫ শতাংশ বা ১৪১৯৭ পয়েন্ট। সিএসই৩০ কমেছে ১ দশমিক ৬০ শতাংশ বা ১২৫০৯ পয়েন্ট। সিএসসিএক্স কমেছে ৮৬ শতাংশ বা ৮৬৩৬ পয়েন্ট। সিএসই৫০ ১ দশমিক ১৬ শতাংশ বা ১০৩৪ পয়েন্ট। সিএসআই কমেছে ২৬ শতাংশ বা ৯৭৫ পয়েন্ট।

আলোচিত সপ্তাহে সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৭৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৭৬ টির, দর কমেছে ১৮১টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮ টির।

গত সপ্তাহে লেনদেনে শীর্ষে ছিল মোজাফ্ফর স্পিনিং মিলস লিমিটেড ২৯ লাখ ২৫ হাজার ৩৪০টি শেয়ার মোট ১২ কোটি ৫ লাখ ৮১ হাজার ৩০২ টাকার শেয়ার। এরপর ২য় ও ৩য় স্হানে রয়েছে লাফার্জ সুরমা ও কেডিএস।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *