সিএসইতে বেড়েছে সূচক ও লেনদেন

index upনিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বুধবার দিন শেষে বেড়েছে সবগুলো মূল্যসূচক। এদিন লেনদেনও আগের দিনের চেয়ে বেড়েছে। সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সিএসইর তথ্য অনুযায়ী, চট্রগাম স্টক এক্সচেঞ্জে সিএএসপিআই সূচক ৭৪ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৯২৯ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া সিএসই৫০ সূচক ৪ পয়েন্ট বেড়ে ১০১৯ পয়েন্টে, সিএসসিএক্স সূচক ৪৬ পয়েন্ট বেড়ে ৮৪৭০ পয়েন্টে অবস্থান করছে। এদিন কমেছে সিএসই৩০ সূচক ৩৮ পয়েন্ট বেড়ে ১১ হাজার ১৮৮ পয়েন্টে অবস্থান করছে।

এদিন সিএসইতে ৪৪ কোটি ১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল মঙ্গলবার হয়েছিল ৩৪ কোটি ৯১ লাখ টাকার লেনদেন। এ হিসাবে আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে।

দিনভর সিএসইতে লেনদেনে অংশ নেয় ২২৯ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৪৫ টির, কমেছে ৫৮ টির এবং ২৬ টির শেয়ার দর অপরিবর্তিত রয়েছে।

এদিন টাকার পরিমানে লেনদেনের শীর্ষে ছিল তসরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এদিন কোম্পানিটির মোট ৬ কোটি ২৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়।

স্টকমার্কেটবিডি.কম/এমআর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *