সিএসইতে সিএসই-৫০ সূচকের সমন্বয়

CSE-Final-Logoস্টকমার্কেটবিডি ডেস্ক :

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) তালিকাভুক্ত কোম্পানীগুলোর পারফরমেন্স পর্যালোচনার ভিত্তেতে সিএসই-৫০ ইনডেক্স সমন্বয় করা হয়েছে এবং নতুন ০৯ টি কোম্পানীকে যুক্ত করা হয়েছে এবং পূর্বের ০৯ টি কোম্পানীকে বাদ দেয়া হয়েছে। এটি কার্যকরী হবে ২০ সেপ্টেম্বর থেকে।

নতুন করে যুক্ত কোম্পানীগুলে হল- অরিয়ন ফার্মা লি:, কনফিডেন্স সিমেন্ট লিমিটেড, শাহজিবাজার পাওয়ার কো: লি:, স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড, ডাচ-বাংলা ব্যাংক লিমিটিড, বারাকা পাওয়ার লিমিটেড, ডরিন পাওয়ার জেনারেশনস এন্ড সিস্টেমস লিমিটেড, আরএকে সিরামিকস (বাংলাদেশ) লি:, এবং বিডি শিপিং কর্পোরেশন।

ইনডেক্স থেকে বাদ যাওয়া কোম্পানীগুলো হল- একমি ল্যাবরেটরিজ লি:, ব্যাংক এশিয়া লিমিটেড, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড, অলিম্পিক ইন্ড্রাস্টিজ লিমিটেড, প্রাইম ব্যাংক লিমিটেড, পুবালী ব্যাংক লিমিটেড, স্যোশাল ইসলামি ব্যাংক লিমিটেড এবং ইউনিক হোটেল এন্ড রিসোটর্স লি:।

নতুনকরে যুক্ত ০৯ টি কোম্পানীসহ ৫০টি কোম্পানীর নামহল- এসিআই লি:, আল-আরাফাহ ইসলামি ব্যাংক লি:, বাংলাদেশ স্টিলরি-রোলিং মিলস লি:, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কো: লি:, বারাকাহ পাওয়ার লিমিটেড, ব্রিাটশ অ্যামেরিকান ট্যোবাকো বাংলাদেশ কো: লি:, বিবিএস ক্যাবলস লি:, বিডি শিপিং কর্পোরেশন, বিকন ফার্মাসিটিক্যালস লি:, বেক্সিমকো লি:, বেক্সিমকো ফার্মাসিটিক্যালস লিমিটেড, ব্র্যাক ব্যাংক লি:, বিএসআরএম স্টিলস লি:, দি সিটি ব্যাংক লি:, কনফিডেন্স সিমেন্ট লিমিটেড, ঢাকা ব্যাংক লিমিটেড, ডরিন পাওয়ার জেনারেশনস এন্ড সিস্টেমস লিমিটেড, ডাচ-বাংলা ব্যাংক লিমিটিড, এক্সর্র্পোট-ইমপোর্ট ব্যাংক অব বিডি লি:, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লি:, জিপিএইচ ইস্পাত লি:, গ্রামীন ফোন লিমিটেড, ইফাদ অটোস লিমিটেড, আইএফআইসি ব্যাংক লি:, ইসলামী ব্যাংক লি:, যমুনা ব্যাংক লি:, যমুনা অয়েল কেম্পানী লিমিটেড, খুলনা পাওয়ার কোম্পানী লি:, লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেড, লংকাবাংলা ফাইনান্স লি:, মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড, এমজেএল বাংলাদেশ লি:, ন্যাশনাল ব্যাংক লি:, ন্যাশনাল ক্রেডিট এন্ড কমার্স ব্যাংক লি:, ওয়ান ব্যাংক লিমিটেড, ওরিয়ন র্ফামা লি:, পদ্মা ওয়েল কেস্পানী লিমিটেড, আরএকে সিরামিকস (বাংলাদেশ) লি:, শাহজালাল ইসলামি ব্যাংক লি:,শাহজিবাজার পাওয়ার কো: লি:, সিঙ্গার বাংলাদেশ লিমিটেড, সাউথইষ্ট ব্যাংক লিমিটেড, স্কয়ার ফার্মাসিটিক্যালস লিমিটেড, স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড, সামিট পাওয়ার লিমিটেড, দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড, তিতাস গ্যাস ট্রান্সমিউশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানী লি:, ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংক লি:, ইউনাইটেড পাওয়ার জেনারেশন এন্ড ডিস্ট্রিবিউশন কো: লি: এবং উত্তরা ব্যাংক লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *