সিএসইতে হলেও ডিএসইতে তালিকাভুক্তি হয়নি

aman-addনিজস্ব প্রতিবেদক :

সদ্য আইপিও প্রক্রিয়া সম্পন্ন করা আমান ফিড মিলস লিমিটেড চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) তালিকাভুক্ত করার অনুমোদন পেয়েছে। বৃহস্পতিবার সিএসইর পরিচালনা পর্ষদের বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। তবে কোম্পানিটি এখনও ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্তির অনুমোদন পায়নি। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আমান ফিডের আইপিওতে ৭২ কোটি টাকার বিপরীতে মোট ৯১০ কোটি ৫৪ লাখ টাকার আবেদন জমা হয়েছে; যা কোম্পানির মোট চাহিদার ১২ দশমিক ৬৪ গুণ।

২০১৪ সালের ৩০ জুন শেষ হওয়া অর্থ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী আমান ফিডের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ৯৭ পয়সা। নেট এসেট ভ্যালু (এনএভি) হয়েছে ৩০ টাকা ৭৭ পয়সা ।

স্টকমার্কেটবিডি.কম/এম/বি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *