সিটি করপোরেশনের হোল্ডিং ট্যাক্স বাকি ৭২৮ কোটি টাকা : খন্দকার মোশাররফ

perlaস্টকমার্কেটবিডি ডেস্ক :

দেশের সিটি করপোরেশনগুলোর বকেয়া হোল্ডিং ট্যাক্স ৭২৮ কোটি ৭৬ লাখ ২১ হাজার ৩৪৬ টাকা বলে সংসদকে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।

রবিবার (৮ জুলাই) জাতীয় সংসদের প্রশ্নোত্তরে সরকারি দলের সংসদ সদস্য এ কে এম রহমতুল্লাহর এ-সংক্রান্ত প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের তথ্য অনুযায়ী, ১১ সিটি করপোরেশনের মধ্যে সব থেকে বেশি হোল্ডি ট্যাক্স বকেয়া রয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি)। এই সিটির বকেয়া হোল্ডিং ট্যাক্স ২৪০ কোটি ৭২ লাখ ৪১ হাজার ৮৬১ টাকা। সব থেকে কম হোল্ডিং ট্যাক্স বকেয়া রয়েছে কুমিল্লা সিটি করপোরশেনের। এখানে বকেয়া হোল্ডিং ট্যাক্স ৯৭ লাখ ৯১ হাজার ৭১১ টাকা।

তিনি জানান, অন্য সিটিগুলোর মধ্যে ঢাকা দক্ষিণ ‍সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৯৭ কোটি, চট্টগ্রাম সিটি করপোরেশনের ২০৩ কোটি ৫৪ লাখ ২৫ হাজার ৪২৩ টাকা, রাজশাহী সিটির ৮ কোটি ৭৯ লাখ ৪৫ হাজার ৯৭৬ টাকা, খুলনা সিটির ৬৬ কোটি ৮৫ হাজার ৯ হাজার ৪৫০ টাকা, সিলেট সিটির ৩২ কোটি ৬১ লাখ ২১ হাজার ৮২৭ টাকা, বরিশাল সিটির ৯ কোটি ২৬ লাখ ৩৩ হাজার ৭৬১ টাকা, নারায়ণগঞ্জ সিটির ২০ কোটি ৭৯ লাখ ৩ হাজার ২৩০ টাকা, রংপুর সিটির ১০ কোটি ৫১ লাখ ৮২ হাজার ১৫০ টাকা এবং গাজীপুর সিটির ৩৭ কোটি ৬৮ লাখ ৬৫ হাজার ৯৫৭ টাকা হোল্ডিং ট্যাক্স বকেয়া রয়েছে।

স্থানীয় সরকার মন্ত্রীর অনুপস্থিতিতে সবরায় বিভাগের প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা সংসদে প্রশ্নের জবাব দেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর অনুষ্ঠিত হয়। সূত্র : বাসস

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *