সুদ কমার আশ্বাসে চাঙ্গা ভারতের শেয়ারবাজার

sensex smস্টকমার্কেট ডেস্ক :

রিজার্ভ ব্যাংক ঋণনীতির পর্যালোচনায় বসছে – এই খবরে শেয়ারবাজার আশায় বুক বেঁধেছে সুদ কমবে বলে। আর এর জেরেই শেয়ারবাজারে বেশ খুশির মেজাজ। সোমবার সেনসেক্স বেড়েছে ৭২.৫০ পয়েন্ট। লেনদেন শেষে তা অবস্থান করে ২৮,১৮৭.০৬ পয়েন্ট।

এ দিন ডলারে টাকাও ৯ পয়সা বাড়ায়, লেনদেন শেষে প্রতি ডলারের দাম দাঁড়ায় ৬৪.০৪ টাকা। তবে সোনার দাম আরও পড়েছে। কলকাতার বাজারে প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম দাঁড়িয়েছে ২৫,২২৫ টাকা। পাশাপাশি, গয়নার সোনার দামও ১১৫ টাকা কমে হয়েছে ২৩,৯৩০ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/জেডকে/বি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *