সাড়ে ৩ বছরের মধ্যে ডিএসই’র প্রধান সূচক সর্বোচ্চ অবস্থানে

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

সপ্তাহের দ্বিতীয় দিনে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচকের সর্বোচ্চ অবস্থানে  বেড়েছে লেনদেন। বেড়েছে কোম্পানির শেয়ারদর ও অন্যান্য সূচক। সেখানে ১০৩২ কোটি ৮১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। ২০১৩ সালের ২৭ জানুয়ারি সূচকটি চালু হওয়ার পর এটিই সর্বোচ্চ অবস্থান। প্রধান সূচক অবস্থান করছে ৫৯৪৭ পয়েন্টে। এর গত ১৯ আগস্ট ডিএসইর সার্বিক সূচক ৫ হাজার ৯২১ ওঠেছিল।
এদিকে, এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সব ধরনের সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা গেছে। এদিন সেখানে ৭৩ কোটি ১৪ লাখ টাকা লেনদেন হয়েছে। ডিএসই ও সিএসই’র বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্রে জানা যায়, আজ সোমবার দিন শেষে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১০৩২ কোটি ৮১ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ১০২ কোটি ৫৯ লাখ টাকা বেশি। গতকাল রবিবার সেখানে ৯৩০ কোটি ২২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়।

ডিএসইতে প্রধান সূচক ৩১.৮২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫৯৪৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩.৭৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩১২ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ২.৮৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২১২১ পয়েন্টে।

তবে আজ লেনদেন হওয়া মোট ৩৩১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে বেড়েছে ১৭৪টির, কমেছে ১১৯টির আর অপরিবর্তিত থাকে ৩৮টির দর।

এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির মধ্যে রয়েছে–  বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস, বিবিএস ক্যাবলস, ফরচুন সুজ,  আল-আরাফাহ ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, এমজেএল বাংলাদেশ, লংকাবাংলা ফাইন্যান্স,  প্রাইম ব্যাংক, সিটি ব্যাংক ও অ্যারগন ডেনিমস।

এদিকে, আজ সোমবার দিনশেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৭৩ কোটি ১৪ লাখ টাকার লেনদেন হয়েছে। যা গতকালের চেয়ে ২০ কোটি ৯২ লাখ টাকা কম। গতকাল রবিবার এই লেনদেন ৫২ কোটি ২২ লাখ টাকা ছিল।

এদিন দিন সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৮২.৯২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৪৩৪ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয় ২৫৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৪৮টির, কমেছে ৮৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টির।

এদিন সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল আরএকে সিরামিক্স ও ফরচুন সুজ।

স্টকমার্কেটবিডি.কম/মোদক.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *