সূচকের নিম্নমুখী প্রবণতা অব্যাহত

indexনিজস্ব প্রতিবেদক :

সূচকের নিম্নমুখী প্রবণতা অব্যাহত আছে দেশের দুই শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)। আজ রবিবার সপ্তাহের প্রথম কার্যদিবসে দৈনন্দিন লেনদেনের গতি কিছুটা কমেছে।

এদিন বেলা সাড়ে ১২টা নাগাদ ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স সূচক ১৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৫৭২৩ পয়েন্টে।

এসময় পর্যন্ত লেনদেন হয়েছে প্রায় ৩৮১ কোটি ১৭ লাখ টাকা।

ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩১৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৯৭টির, কমেছে ১৭০টির। দর অপরিবর্তিত রয়েছে ৫১টি কোম্পানির।

অন্যদিকে, সিএসইতে আজ দুপুর ১২টা নাগাদ সার্বিক সূচক কমেছে ৫১ দশমিক ৬৩ পয়েন্ট। মোট লেনদেনের পরিমাণ এখন পর্যন্ত ১৮ কোটি ৫৮ লাখ টাকা। সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ১৮৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৬১টির, কমেছে ৯৮টির। দর অপরিবর্তিত রয়েছে ২৭টি কোম্পানির।

স্টকমার্কেটবিডি.কম/এনএস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *