সূচকের বড় পতনে কমেছে লেনদেনও

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের বড় পতন হয়েছে। দিনশেষে ডিএসইতে আগের দিনের তুলনায় লেনদেনও কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও লেনদেন ও সূচক কমেডছে।

বুধবার ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৪২ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৭৩৭ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৮৭ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক দশমিক ১৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৬৪৭ পয়েন্টে।

ডিএসইতে আজ টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৩৮৯ কোটি ৯৫ লাখ টাকার। যা গত কার্যদিবস থেকে ২ কোটি ৫৪ লাখ টাকা কম। গতকাল লেনদেনের পরিমাণ ছিল ৩৯২ কোটি ৫০ লাখ টাকা।

আজ ডিএসইতে ৩৫০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৭৭টির, কমেছে ২৩৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টির।

ডিএসইতে এদিন লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – সোনার বাংলা ইন্স্যুরেন্স, ন্যাশনাল টিউবস, রেনেটা লিমিটেড, ওয়াটা কেমিক্যালস, খুলনা পাওয়ার কোম্পানি, গ্লোবাল ইন্স্যুরেন্স, স্ট্যান্ডার্ড সিরামিকস, সুহৃদ ইন্ডাস্ট্রিজ, রূপালী লাইফ ইন্স্যুরেন্স ও বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস লিমিটেড।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১১৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ৪১৬ পয়েন্টে। সিএসইতে টাকার অংকে ১২ কোটি ২৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এ সময়ে সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৫১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৫৩টির, কমেছে ১৭৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টির।

স্টকমার্কেটবিডি.কম/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *