সূচকের মিশ্র অবস্থায় লেনদেন সামান্য কমেছে

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্র প্রবণতায় লেনদেনে সামান্য পতন হয়েছে । কমেছে শেয়ারদর। সেখানে ৮৬৬ কোটি ১০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। গত কয়েকদিনের মতো অাজও সূচক ৫৮৬০ পয়েন্ট অতিক্রম করে। এদিকে, এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের নিম্নমুখী প্রবণতায় কমেছে লেনদেন। এদিন ৫২ কোটি ৭৫ লাখ টাকার লেনদেন হয়েছে। তবে এদিন কমেছে শেয়ারদর। ডিএসই ও সিএসই’র বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্রে জানা যায়, আজ বুধবার দিন শেষে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ৭৮ কোটি ৬৫ লাখ টাকা কম। গতকাল মঙ্গলবার সেখানে ৯৪৪ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়।

ডিএসইতে প্রধান সূচক ৭.৫৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৫৮৯০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১.৮৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩১১ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ১.৫৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২১২১ পয়েন্টে।

তবে আজ লেনদেন হওয়া মোট ২২৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে বেড়েছে ১১৫টির, কমেছে ১৮৬টির আর অপরিবর্তিত থাকে ২৮টির দর।

এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির মধ্যে রয়েছে–  জেনারেশন নেক্সট ফ্যাশনস, সিএন্ড এ টেক্সটাইলস, ইফাদ অটোস, বিবিএস ক্যাবলস, কনফিডেন্ট সিমেন্ট, আইএফআইসি ব্যাংক, সিটি ব্যাংক, লংকাবাংলা ফাইন্যান্স, ন্যাশনাল টিউবস ও মার্কেন্টাইল ব্যাংক ।

এদিকে, আজ বুধবার দিনশেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৫২ কোটি ৭৫ লাখ টাকার লেনদেন হয়েছে। যা গতকালের চেয়ে ২ কোটি ৪৯ লাখ টাকা কম। গতকাল মঙ্গলবার এই লেনদেন ৫৫ কোটি ২৪ লাখ টাকা ছিল।

এদিন দিন সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ২৬.৩৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ২৭৬ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয় ২৬৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৯০টির, কমেছে ১৪৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির।

এদিন সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল বিবিএস ক্যাবলস ও টাস্ট্র ব্যাংক ।

স্টকমার্কেটবিডি.কম/মোদক.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *