সূচক বাড়লেও কমেছে লেনদেন

dseনিজস্ব প্রতিবেদক :

সূচকের বৃদ্ধি দিয়ে আজ মঙ্গলবার দেশের দুই শেয়ারবাজারে লেনদেন শেষ হয়েছে। দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ডিএসইএক্স ২৩.০৭ পয়েন্ট বেড়ে ৪৬৪৯.৩০ পয়েন্টে গিয়ে দাঁড়িয়েছে। তবে সূচক বাড়লেও আগের দিনের তুলনায় লেনদেনের পরিমাণ কমেছে।

ডিএসইর তথ্য অনুযায়ী, মঙ্গলবার ডিএসইতে ২৫৫ কোটি ২১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন এ বাজারে লেনদেন হয়েছিল ২৭৯ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার। এই হিসাবে ডিএসইতে লেনদেন কমেছে ২৪ কোটি টাকার বা ৯ শতাংশ।

এদিন ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ২৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৬৪৯ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১১৫ পয়েন্টে। ডিএস৩০ সূচক ১৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৭২৯ পয়েন্টে।

এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩০৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১১০টির, কমেছে ১৪০টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৪টির শেয়ার দর।

এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানি হচ্ছে- শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড, স্কয়ার ফার্মা, ইফাদ অটোস, লাফার্জ সুরমা সিমেন্ট, শাশা ডেনিমস, বেক্সিমকো, গ্রামীনফোন, সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড, এমজেএল বিডি এবং ওরিয়ন ইনফিউশন।

অপরদিকে ডিএসইতে সূচক বাড়লেও দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের সামান্য পতন হয়েছে। দিনশেষে সিএসইএক্স সূচক ৪.৫৬ পয়েন্ট কমে ৮৬১৪.১৫ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ২৫ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার। লেনদেনে অংশ নেওয়া কোম্পানি ও মিউচুয়ালফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৮ টির, কমেছে ১০৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯ টির দর।

স্টকমার্কেটবিডি.কম/এএআর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *