সেনসেক্সের আবারো পতন

sensexস্টকমার্কেট ডেস্ক :

সপ্তাহের প্রথম দিনে আবার পতনের গ্রাসে শেয়ার বাজার। বিক্রির চাপে সোমবার সেনসেক্স ফের নেমে যায় ২৭ হাজারের ঘরে।

এ দিন ১৮৯ পয়েন্ট পড়ে সেনসেক্স নেমে যায় ২৭,৮৭৮.২৭ পয়েন্টে। এর আগে গত দু’দিনের লেনদেনে সেনসেক্স বেড়েছিল ৫৫০.০৫ পয়েন্ট। বাজার পড়ার পিছনে মুনাফার টাকা ঘরে তোলা ছাড়াও অবশ্য আরও কয়েকটি কারণ চিহ্নিত করেছেন বিশেষজ্ঞরা। সেগুলি হল:

• সংসদে আর্থিক সংস্কার সংক্রান্ত কোনও বিল পাশ না-হওয়া

• চিনা মুদ্রা ইউয়ানের অবমূল্যায়ন

• বিভিন্ন আর্থিক সংস্থার খারাপ ফলাফল

• ভারতের রফতানি এই নিয়ে টানা ৮ মাস ধরে কমা

জুলাইয়ে রফতানি ১০.৩ শতাংশ কমার খবরের প্রভাব এ দিন পড়ে শেয়ারবাজারে। উল্লেখ্য রফতানির ওই হিসাব প্রকাশিত হয়েছিল শুক্রবার বাজারের ঝাঁপ বন্ধ হওয়ার পরে। ইতিমধ্যেই কমতে থাকা রফতানি চিনা মুদ্রার দাম কমার জেরে আরও পড়তে পারে, এই আশঙ্কায় পড়তে থাকে বিভিন্ন রফতানি নির্ভর সংস্থার শেয়ার দর। সেনসেক্সের আওতায় থাকা ৩০টি শেয়ারের মধ্যে ২১টির দামই পড়েছে।

স্টকমার্কেটবিডি.কম/মিশুক/এফ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *