সোমবারও লেনদেনের শীর্ষে লংকাবাংলা ফাইন্যান্স

lankaস্টকমার্কেট ডেস্ক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষ ১০এর কোম্পানির তালিকায় টানা দুইদিন ধরে শীর্ষে রয়েছে লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড। তবে গতকালের চেয়ে আজ লেনদেনর শীর্ষ ১০ কোম্পানিটির শেয়ারের সংখ্যা ও বাজার দর কমেছে। সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

ডিএসইর তথ্য অনুযায়ী, এদিন কোম্পানিটির ২ হাজার ৭২৪টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার দর ৪৫ কোটি ৬৭ লাখ টাকা। সর্বোচ্চ দর ছিল ৬৪.৪০ টাকা। সর্বনিম্ন দর ছিল ৬২.৭০ টাকা। আর সর্বশেষ ৬৩.৭০ টাকায় লেনদেন হয়।

লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেড। এদিন কোম্পানিটির ৪ হাজার ৫৬০টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার দর ৩৫ কোটি ১৫ লাখ টাকা। সর্বোচ্চ ৬৯.৩০ টাকা। সর্বনিম্ন দর ছিল ৬৫.৬০ টাকা। আর সর্বশেষ ৬৬.৪০ টাকায় লেনদেন হয়।

গতকালের মত আজও তালিকার তৃতীয় স্থানে রয়েছে স্কয়ার ফার্মাসিটিক্যালস লিমিটেড। এদিন কোম্পানিটির ২ হাজার ৬৮৭টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার দর ৩১ কোটি ৮৮ লাখ টাকা। সর্বোচ্চ ৩০৬.৯০ টাকা। সর্বনিম্ন দর ছিল ২৯৮.৭০ টাকা। আর সর্বশেষ ৩০২ টাকায় লেনদেন হয়।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে-সিএমসি কামাল টেক্সটাইল মিলস্ লিমিটেডের বাজার দর ২৫ কোটি ৮ লাখ টাকা, প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের বাজার দর ২৩ কোটি ২৯ লাখ, যমুনা ওয়েল কোম্পানি লিমিটেডের বাজার দর ২০ কোটি ৭৮ লাখ, সিটি ব্যাংক লিমিটেডের বাজার দর ১৯ কোটি ১৮ লাখ টাকা, গতকালের মত একই অবস্থানে ফরচুন সুজ লিমিটেডের বাজার দর ১৯ কোটি টাকা, বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লিমিটেডের বাজার দর ১৭ কোটি ৫৫ লাখ টাকা ও ন্যাশনাল ব্যাংক লিমিটেডের বাজার দর ১৭ কোটি ৪২ লাখ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/সোনিয়া/মোদক.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *