সোমবার থেকে স্বর্ণের দাম আবারও বাড়ল

goldবিশেষ প্রতিবেদক :

টানা দ্বিতীয় দফায় দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম। প্রায় এক মাস পর ভরপ্রতি এবার ৫৮৩ টাকা থেকে এক হাজার ৫১৬ টাকা পর্যন্ত দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

নতুন দর সোমবার থেকে সারাদেশে কার্যকর হবে বলে রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাজুস।

সর্বশেষ গত ১২ আগস্ট স্বর্ণের দাম ভরিপ্রতি সর্বোচ্চ এক হাজার ৫১৬ টাকা পর্যন্ত বাড়ানো হয়। এর আগে গত জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে দু’দফায় বাড়ানোর পর ৮ মে ভরিপ্রতি সর্বোচ্চ এক হাজার ১৬৭ টাকা দাম কমিয়েছিল বাজুস।

নতুন দর অনুযায়ী, সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের স্বর্ণ প্রতিভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) বিক্রি হবে ৫০ হাজার ১৫৫ টাকায়। রোববার পর্যন্ত এ মানের স্বর্ণের বিক্রি হয় ৪৮ হাজার ৬৩৯ টাকা। অর্থাৎ ভরিতে দাম বাড়ছে এক হাজার ৫১৬ টাকা। ২১ ক্যারেটের স্বর্ণ ভরিতে ১ হাজার ৩৪১ টাকা বেড়ে বিক্রি হবে ৪৭ হাজার ৮২২ টাকায়। আর ১৮ ক্যারেটের স্বর্ণ এক হাজার ১৬৬ টাকা বেড়ে ভরিপ্রতি দর দাঁড়িয়েছে ৪১ হাজার ৯৯০ টাকা। সনাতন পদ্ধতির স্বর্ণ ৫৮৩ টাকা বেড়ে বিক্রি হবে ২৬ হাজার ৮২৭ টাকায়।

তবে স্বর্ণের দর বাড়লেও রুপার দাম অপরিবর্তিত থাকছে বলে বাজুস সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। অর্থাৎ ২১ ক্যাডমিয়ামের প্রতিভরি রুপা বিক্রি হবে এক হাজার ৫০ টাকায়।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *