সোমবার ভ্যাট সম্মাননা পাচ্ছে ১৪৪ প্রতিষ্ঠান

nrbস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আগামীকাল সোমবার ১০ ডিসেম্বর জাতীয় মূসক (মূল্য সংযোজন কর) বা ভ্যাট দিবস। ভ্যাট রাজস্ব আদায়ের সবচেয়ে বড় খাত। দিবসটি উদ্‌যাপন উপলক্ষে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।

২০১৬-১৭ অর্থবছরের সর্বোচ্চ ভ্যাট পরিশোধকারী প্রতিষ্ঠান হিসেবে জাতীয় পর্যায়ে ৯টি প্রতিষ্ঠানসহ সারা দেশের ১৪৪টি প্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়া হবে।

১০ ডিসেম্বর সকাল সাড়ে ৮টায় রাজধানীর সেগুনবাগিচায় এনবিআরের মূল কার্যালয়ের সামনে আয়োজিত অনুষ্ঠানে জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহের উদ্বোধন করা হবে। এতে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও এনবিআর চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া এনডিসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

এদিন বিকেল ৫টায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ভ্যাট দিবস উপলক্ষে মতবিনিময়সভার আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সর্বোচ্চ ভ্যাট প্রদানকারীদের হাতে সম্মাননা তুলে দেবেন।

এবারে ২০১৬-১৭ অর্থবছরের সর্বোচ্চ ভ্যাট পরিশোধকারী প্রতিষ্ঠান হিসেবে জাতীয় পর্যায়ে ৯টি প্রতিষ্ঠানসহ সারা দেশের ১৪৪টি প্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি/এম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *