সোনার দর ভরিতে ২ হাজার ৪৫০ টাকা পর্যন্ত কমলো

goldস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সোনার বাজারে স্থিতিশীলতা আসছে না। দাম বৃদ্ধির সাত দিনের মাথায় সোনার দর ভরিতে ২ হাজার ৪৫০ টাকা পর্যন্ত কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। এতে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার অলংকার কিনতে লাগবে ৭৪ হাজার ৮ টাকা। নতুন দর আজ বৃহস্পতিবার থেকে সারা দেশে কার্যকর হবে।

সর্বশেষ গত শুক্রবার সোনার দাম ২ হাজার ৪৫০ টাকা বৃদ্ধি করছিল জুয়েলার্স সমিতি। সাত দিনের ব্যবধানে আজ সেই পরিমাণ দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ক্ষেত্রে সমিতির নেতারা যুক্তি দিয়েছেন, আন্তর্জাতিক বাজারে সোনার মূল্য কিছুটা হ্রাস পাওয়ায় দেশের ক্রেতাসাধারণের কথা চিন্তা করে দাম কমানো হয়েছে।

জুয়েলার্স সমিতির সভাপতি এনামুল হক খান ও সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালার স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দাম কমানোর কারণে আজ থেকে ২২ ক্যারেটের এক ভরি সোনার অলংকার কিনতে লাগবে ৭৪ হাজার ৮ টাকা। এ ছাড়া ২১ ক্যারেট ৭০ হাজার ৮৫৯ টাকা, ১৮ ক্যারেট ৬২ হাজার ১১১ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি সোনার অলংকার কিনতে ৫১ হাজার ৭৮৯ টাকা লাগবে গ্রাহকদের।
বিজ্ঞাপন

সমিতি জানায়, গতকাল পর্যন্ত প্রতি ভরি ২২ ক্যারেট সোনা ৭৬ হাজার ৪৫৮ টাকা, ২১ ক্যারেট ৭৩ হাজার ৩০৮ টাকা, ১৮ ক্যারেট ৬৪ হাজার ৫৬০ টাকায় এবং সনাতন পদ্ধতির সোনা বিক্রি হয়েছে ৫৪ হাজার ৭৮৮ টাকায়। আজ থেকে ২২, ২১, ১৮ ক্যারেট ও সনাতন পদ্ধতির সোনার ভরিতে ২ হাজার ৪৫০ টাকা কমছে।

গত কয়েক মাস ধরে সোনার বাজার অস্থির। গত ৫ আগস্ট বিশ্ববাজারে প্রতি আউন্স (৩১.১০৩৪৭৬৮ গ্রাম) সোনার দাম ২ হাজার ডলার ছুঁয়ে যায়। তখনই জুয়েলার্স সমিতি দেশের বাজারে ভরিতে ৪ হাজার ৪৩৩ টাকা বৃদ্ধির ঘোষণা দেয়। তাতে প্রতি ভরি সোনার দাম ৭৭ হাজার ২১৬ টাকায় দাঁড়ায়। এটিই দেশের ইতিহাসে সর্বোচ্চ দাম।

এদিকে সোনার দাম কমানো হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ২২ ক্যারেট প্রতি ভরি রুপার অলংকারের দাম পড়বে ১ হাজার ৫১৬ টাকা। ২১ ও ১৮ ক্যারেটের প্রতি ভরি রুপার অলংকার কিনতে লাগবে যথাক্রমে ১ হাজার ৪৩৪ ও ১ হাজার ২২৪ টাকা। আর সনাতন পদ্ধতির রুপার অলংকার আগের মতোই ৯৩৩ টাকা ভরি।

স্টকমার্কেটবিডি.কম/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *