সোমবারও সূচক কমেছে ইইউ‌‌‌’র শেয়ারবাজারে

euস্টকমার্কেট ডেস্ক :

সংকট কিছুতেই পিছু ছাড়ছে না ইউরোপের শেয়ারবাজারের। গত মাসের প্রায় পুরোটা সময় জুড়ে সূচকের নিম্নমুখী প্রবনতায় হতাশ হয়েছেন বিনিয়োগকারীরা। কেন্দ্রিয় ব্যাংকের শত চেষ্টা সত্বেও দরপতনের মধ্য দিয়ে শেষ হয়েছিল নভেম্বরের লেনদেন। তাই এবার সতর্ক বিনিয়োগকারীরা বুঝে শুনে বিনিয়োগের দিকে ঝুঁকছেন।

এসবের প্রভাব পড়েছে সোমবারের লেনদেনে। এদিন লেনদেন কমেছে প্রায় এক-তৃতীয়াংশ। কমেছে খাত ভিত্তিক শেয়ারের দাম। এদিন লন্ডন FTSE 100  ইন্ডেক্স ৬৬.২৫ পয়েন্ট কমে ৬,৬৫৬.৩৭ পয়েন্টে এবং জার্মান DAX ইন্ডেক্স ১৭.৩৪ পয়েন্ট কমে ৯,৯৬৩.৫১পয়েন্টে অবস্থান করছে।

তবে TR Europe ইন্ডেক্স ০.০৯% বেড়ে দাড়িয়েছে ১৬৬.৪১ পয়েন্টে। যা আগের চেয়ে প্রায় ০.১৬ পয়েন্ট বেশি।

সুত্র-ব্লুমবার্গ

স্টকমার্কেটবিডি.কম/তরিকুল/এআর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *