স্বর্ণের দাম ভরিতে কমলো ১ হাজার ২৯০ টাকা

goldস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সব ধরণের স্বর্ণের দাম ভরিতে কমলো ১ হাজার ২৯০ টাকা। আজ সোমবার থেকে ২২ ক্যারেট স্বর্ণ প্রতি ভরি কেনা যাবে (১১.৬৬৪ গ্রাম) ৫০ হাজার ৯৪৮ টাকায়। রবিবার (১৮ মার্চ) বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এ তথ্য জানিয়েছে।

বাজুস সভাপতি গঙ্গাচরণ মালাকার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আর্ন্তজাতিক বাজারে স্বর্ণের দাম কমে গেছে। এ কারণে দেশের বাজারেও স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

দেশের বাজারে রবিবার পর্যন্ত প্রতি ভরি (২২ ক্যারেট) স্বর্ণ কিনতে খরচ করতে হয়েছে ৫২ হাজার ২৩৮ টাকা। এর আগে, ২৬ জানুয়ারি স্বর্ণের দাম প্রতি ভরিতে একহাজার ৫০০ টাকা বৃদ্ধি করেছিল বাজুস।

সংগঠনটির বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক বাজারে সোনার দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাজুসের ১৭ মার্চ অনুষ্ঠিত কার্যনির্বাহী কমিটি সর্বসম্মতভাবে আগামীকাল ১৯ মার্চ থেকে স্বর্ণের নতুন দাম কার্যকরের সিদ্ধান্ত নিয়েছে। সোমবার থেকে সারাদেশে প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণ বিক্রি হবে ৫০ হাজার ৯৪৮ টাকা। একইভাবে ২১ ক্যারেট, ১৮ ক্যারেট, স্বর্ণের দামও ভরিতে ১ হাজার ২৯০ টাকা কমে পাওয়া যাবে।

বাজুসের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ১৯ মার্চ থেকে ২২ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম নেওয়া হবে ৪ হাজার ৩৭০ টাকা। ২১ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম নেওয়া হবে ৪ হাজার ১৭৫ টাকা। ১৮ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম নেওয়া হবে ৩ হাজার ৭৪০ টাকা। সনাতন পদ্ধতির প্রতি গ্রাম স্বর্ণের দাম নেওয়া হবে ২ হাজার ২৬৫ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এসটি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *