স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বেরোনোর সুপারিশ করবে বাংলাদেশ

govস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

স্বল্পোন্নত দেশের তালিকা (এলডিসি) থেকে বেরিয়ে আসার জন্য প্রয়োজনীয় তিন সূচকে এগিয়ে আছে বাংলাদেশ। এ ক্ষেত্রে ওই তিন সূচকে যে মান অর্জন করতে হয়, তার সব কটিতে বাংলাদেশে এগিয়ে আছে। আগামী মার্চেই এই তালিকা থেকে বেরিয়ে আসার জন্য প্রথম পর্যায়ের সুপারিশ করবে বাংলাদেশ। আজ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তাঁর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের বৈঠকে এ সম্পর্কে অবহিত করেছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ।

বৈঠক শেষে আজ দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়। মন্ত্রিপরিষদ বিভাগের সংস্কার ও সমন্বয় শাখার সচিব এন এম জিয়াউল আলম বলেন, সাধারণত তিনটি সূচককে কেন্দ্র করে স্বল্পোন্নত দেশের তালিকা নির্ধারণ করা হয়। তিন সূচক হলো মাথাপিছু আয়, মানবসম্পদ এবং অর্থনৈতিক ভঙ্গুরতা।

জিয়াউল আলম বলেন, মাথাপিছু আয়ের সূচকে মান হলো ১ হাজার ২৩০ মার্কিন ডলার। সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) হিসাব অনুযায়ী, এ ক্ষেত্রে বাংলাদেশের অর্জন হচ্ছে ১ হাজার ২৭২ মার্কিন ডলার। আর বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) হিসাব অনুযায়ী, এই আয় ১২৭১ মার্কিন ডলার।
মানবসম্পদ উন্নয়ন সূচকের মান ৬৬ বা তার বেশি। এ ক্ষেত্রে বাংলাদেশ সিপিডির তথ্য অনুসারে ৭২ দশমিক ৮ এবং বিবিএসের হিসাবে ৭২ দশমিক ৯।
সর্বশেষ সূচক অর্থনৈতিক ভঙ্গুরতার ক্ষেত্রে মান হচ্ছে ৩২ বা তার কম। সিপিডির হিসাব অনুসারে এ ক্ষেত্রে বাংলাদেশ ২৫ এবং বিবিসির হিসাব অনুসারে ২৪ দশমিক ৮।
তিনি জানান, তিনটি সূচকে বাংলাদেশ এগিয়ে রয়েছে। সভায় মন্ত্রিসভার ত্রৈমাসিক সিদ্ধান্তের অগ্রগতির চিত্রও তুলে ধরা হয়। এতে বলা হয়, গত ১ অক্টোবর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মন্ত্রিসভার আটটি বৈঠকে ৬৮টি সিদ্ধান্ত গৃহীত হয়। এর মধ্যে বাস্তবায়িত হয়েছে ৫৩টি। বাস্তবায়নের হার ৭৭ দশমিক ৯৪ শতাংশ। বাস্তবায়নাধীন আছে ১৫টি। শতাংশের হিসাবে যা ২২ দশমিক ০৬।

স্টকমার্কেটবিডি.কম/এমএ/এসটি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *