১০ হাজার কি.মি. নৌপথের নাব্য পুনরুদ্ধার করা হবে: নৌ-প্রতিমন্ত্রী

rangaস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ‘নৌপথের নাব্য বাড়াতে সরকার ছোট–বড় নদী খনন করার জন্য একটি বড় পরিকল্পনা গ্রহণ করেছে। এই পরিকল্পনা অনুযায়ী, বিআইডব্লিউটিএ’র মাধ্যমে ১৭৮টি নদী খনন করে ১০ হাজার কিলোমিটার নৌপথের নাব্য পুনরুদ্ধার করা হবে।’

রবিবার (৩ মার্চ) সংসদে জাতীয় পার্টির সংসদ সদস্য মসিউর রহমান রাঙ্গার এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ তথ্য জানান। ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে সংসদের প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।
এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন, ‘চট্টগ্রাম বন্দরের নাব্যতা বাড়াতে চার হাজার কোটি টাকার বিভিন্ন প্রকল্প গ্রহণ করা হয়েছে। এর মধ্যে—পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল নির্মাণ, কর্ণফুলী নদীর সদর ঘাট থেকে বাকলিয়ার চর পর্যন্ত খননের মাধ্যমে নাব্য বাড়ানো ও নিউমুরিং ওভারফ্লো কন্টেইনার ইয়ার্ড নির্মাণ অন্যতম।’

পনির উদ্দিন আহমদের প্রশ্নের জবাবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘উপজেলা পর্যায়ে চিকিৎসক ও নার্স পদায়নের জন্য নতুন করে ১০ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়ার পরিকল্পনা সরকারের আছে। ইতোমধ্যে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।’

এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদন অনুযায়ী, ২০১৮ সালে বাংলাদেশে ক্যানসার আক্রান্ত রোগীর সংখ্যা এক লাখ ৫০ হাজার ৭৮১ জন। এরমধ্যে মারা গেছেন ১ লাখ ৮ হাজার ১৩৭ জন।’

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *