১৪ এপ্রিলের লকডাউনেও খোলা থাকবে শেয়ারবাজার : বিএসইসি

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আগামী ১৪ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া সর্বাত্মক লকডাউনেও শেয়ারবাজারে লেনদেন হবে বলে বিনিয়োগকারীদের আশ্বস্ত করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। শনিবার বিএসইসি সূত্রে এ তথ্য জানা যায়।

জানা গেছে, বিনিয়োগকারীদের স্বার্থে ব্যাংকের সঙ্গে সমন্বয় রেখে শেয়ারবাজারে লেনদেন চলবে।

লকডাউনে শেয়ারবাজারের লেনদেন নিয়ে বিনিয়োগকারীদের আতঙ্কিত বা বিভ্রান্ত না হওয়ার অনুরোধ আগে থেকেই করে আসছিল বি্এসইসি।

গতকাল জনপ্রসাশন মন্ত্রনালয় আগামী ১৪ এপ্রিল থেকে সারাদেশ কঠোর লক ডাউনের ঘোষণা দেয়। এসময় দেশের সকল সরকারী-বেসরকারী অফিস বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে জরূরী সেবা প্রতিষ্ঠানগুলো খোলা থাকবে।

বিএসইসি শেয়ারবাজার খোলা রাখলেও লেনদেনের সময় ও অফিস সময় আগামীকাল রবিবার প্রঞ্জাপন জারির পরে জানানো হবে বলে বিএসইসি সূত্রে জানা যায়।

স্টকমার্কেটবিডি.কম/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *