১ লাখ টন কয়লা আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার : নসরুল হামিদ

nasrulস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বিদ্যুৎ, খনিজ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, জরুরি প্রয়োজন মেটাতে এক লাখ টন কয়লা আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে কোন দেশ থেকে কয়লা আমদানি করা হচ্ছে, তা এখনও ঠিক হয়নি। রবিবার (২৬ আগষ্ট) সচিবালয়ে বিদ্যুৎ মন্ত্রণালয়ের সভাকক্ষে ঈদপরবর্তী শুভেচ্ছা বিনিময় শেষে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, এক লাখ টন কয়লা আমদানির টেন্ডার হয়ে গেছে। তিনি বলেন, এ বছরের সেপ্টেম্বর নাগাদ দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে। তবে পুরোপুরি চালু হতে অক্টোবর লেগে যাবে। প্রতিমন্ত্রী আরো বলেন, জনগণের ওপর যেন কোন চাপ না পড়ে সেদিকে নজর রেখেই আমরা প্রস্তাব দিয়েছি।

স্টকমার্কেটবিডি.কম /বি/জেড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *