২০১৭-১৮ সালে আইসিবির বিনিয়োগ লক্ষমাত্রা ৪৫০০ কোটি টাকা

icbনিজস্ব প্রতিবেদক :

শেয়ারবাজারের চাকা সচল রাখতে আগামী অর্থবছরে (২০১৭-১৮) নতুন করে ৪ হাজার ৫০০ কোটি টাকা বিনিয়োগ লক্ষমাত্রা নির্ধারণ করেছে রাষ্ট্রায়ত্ব বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি)।

২০১৭-১৮ হিসাব বছরের শুরুতেই বার্ষিক কর্ম সম্পাদন চুক্তিতে শেয়ারবাজারের উন্নয়নে এ টাকা বিনিয়োগের সিদ্ধান্ত হয়েছে। অর্থমন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সঙ্গে আইসিবি’র এ চুক্তি স্বাক্ষর হয়েছে। গত ১৮ জুন চুক্তিতে স্বাক্ষর করেন আইসিবি’র চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব।

চুক্তি অনুযায়ী, ২০১৭-১৮ অর্থ বছরে শেয়ারবাজারের উন্নয়নে নতুন করে ৪ হাজার ৫০০ কোটি টাকা বিনিয়োগ করবে আইসিবি। চলতি ২০১৬-২০১৭ অর্থ বছরে শেয়ারবাজারে নতুন বিনিয়োগের লক্ষ্যমাত্রা ছিল ২ হাজার ৬০০ কোটি টাকা। তবে মার্চ পর্যন্ত পুঁজিবাজারে আইসিবি মোট ৩ হাজার ৪৫৪ কোটি টাকা নতুন বিনিয়োগ করেছে। যা লক্ষ্যমাত্রার চেয়ে ৩৩ শতাংশ বেশি।

এছাড়া ২০১৭-২০১৮ অর্থ বছরে আইসিবি-কে শেয়ারবাজারে ১৪০০ কোটি টাকা মার্জিন ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা বেধে দিয়েছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। ২০১৬-২০১৭ অর্থ বছরের মার্চ পর্যন্ত ১৩৫৪ কোটি টাকার নতুন মার্জিন ঋণ বিতরণ করেছে আইসিবি।

এ প্রসঙ্গে আইসিবি’র ব্যবস্থাপনা পরিচালক ইফতিখার-উজ-জামান গনমাধ্যমকে বলেন, টেকসই শেয়ারবাজার গঠনের পাশাপাশি এর উন্নয়নের জন্য আইসিবি নিরলসভাবে কাজ করছে। প্রতিবছরের মতো চলতি বছরেও পূঁজিবাজারের উন্নয়নে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়নে আইসিবি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *