২০৫০ সালের মধ্যে তলিয়ে যেতে পারে মুম্বাই

184554_bangladesh_pratidin_mumbai-travelস্টকমার্কেটবিডি ডেস্ক :

দ্রুত গতিতে বেড়ে চলেছে সমুদ্রের পানির স্তর। আর এর জেরে ২০৫০ সালের মধ্যে একাধিক শহরে পড়তে চলেছে ভয়ঙ্কর প্রভাব। মুম্বাই শহরও এ তালিকায় রয়েছে। সম্প্রতি এই বিষয়ে এক গবেষণায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য।

নিউ জার্সির সায়েন্স অর্গানাইজেশন ক্লাইমেট সেন্টার গবেষণাটি চালিয়েছে।

গবেষণা অনুযায়ী, পানির স্তর বাড়ার কারণে প্রায় ১৫ কোটি মানুষের উপর প্রভাব পড়তে চলেছে। এমন পরিস্থিতি আসতে চলেছে যে তাদের কাছে থাকার ঘর পর্যন্ত থাকবে না।

এমন বেশ কয়েকটি শহর রয়েছে যা পুরোপুরি পানির নিচে ডুবে যাবে।

বিজ্ঞানীরা জানিয়েছেন, স্যাটেলাইটের মাধ্যমে এই বিষয়ে তথ্য পাওয়া গেছে। যা সঠিক বলে মনে করছেন তারা। এখনও পর্যন্ত যত গবেষণা হয়েছে সেগুলোর মধ্যে এ গবেষণাটি সঠিক বলেও দাবি করছেন তারা।

নতুন গবেষণায় ভারতের বাণিজ্য নগরী মুম্বাইয়ের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকা ভেসে যাবে বলে মনে করা হচ্ছে।

পানিরস্তর বাড়ার জেরে একাধিক এলাকা পানিতে তলিয়ে যাবে।

আন্তর্জাতিক স্তরে কর্মরত এক মাইগ্রেশন সংস্থার কর্মকর্তারা জানিয়েছেন ভারতের এখন থেকে মানুষকে রিলোকেট করা শুরু করে দেয়া উচিত।

এশিয়ার সবচেয়ে বড় গ্রোথ ইঞ্জিন সাংঘাইও পুরোপুরি পানির তলায় চলে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এমনকি আশপাশের শহরও ডুবে যাওয়া সম্ভাবনা রয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *