২২ হাজার কোটি টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন

govস্টকামার্কেটবিডি প্রতিবেদক :

আগামী বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে ৭ দশমিক ৯০৭ থেকে ৮ দশমিক ৮০২ মিলিয়ন ব্যারেল তেল আমদানির প্রস্তাবসহ মোট প্রায় ২২ হাজার কোটি টাকার ২২টি ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

বুধবার (০৫ ডিসেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে কমিটির শেষ সভায় এ প্রস্তাবগুলোর অনুমোদন দেওয়া হয়।

সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোসাম্মৎ নাসিমা বেগম অনুমোদিত বিভিন্ন প্রস্তাব নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন।

তিনি জানান, আজ (বুধবার) ছিল ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির শেষ সভা। সভায় মোট ১৩টি প্রস্তাব উপস্থাপন করা হলে ১২টির অনুমোদন দেওয়া হয়। এছাড়া টেবিলে আরো ১০টি প্রস্তাব উপস্থাপন করা হয়। সেগুলো সব কয়টির অনুমোদন দেওয়া হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/জেড/এম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *